• আজ রবিবার
    • ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত

    নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ এপ্রিল ২০২৪ | ১০:৫৬ পূর্বাহ্ণ

    শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বাতকুচি টিলাপাড়ায় বন্যহাতির আক্রমণে উমর আলী মিস্ত্রী নামে (৬০) এক কৃষকের মৃত্যু হয়েছে। উমর আলী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

    বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, অন্যান্য দিনের মতো উমর আলী রাতে তার বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। তবে অন্যান্য রাতে আশপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই পাহাড়ের ভেতরে ধানক্ষেতে অবস্থান করছিলেন। এসময় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিকভাবে উমর আলীর ওপর আক্রমণ চালায়। শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে ও পায়ে পিষ্ট করে উমর মিস্ত্রীর মৃত্যু নিশ্চিত করে চলে যায় হাতির দল।

    ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উমর আলীর পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সরকারিভাবে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

    নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০