- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২২ | ৫:২৯ অপরাহ্ণ
জাতীয় দলের ক্রিকেটাররা এমনিতেই বোনাস পেয়ে থাকেন। বুধবার নিউজিল্যান্ডের মাটিতে মুমিনুলদের ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাড়তি বোনাস নিয়েও কথা হচ্ছে। এখন ক্রিকেটারদের বাড়তি বোনাস দেওয়ার বিষয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জালাল ইউনুস বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রেসিডেন্ট, টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথা হয়েছে। সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই। ম্যাচ জেতার জন্য তারা তা পাবে, এটাই স্বাভাবিক। অতিরিক্ত কোনও বোনাস থাকবে কিনা, সেটা আমরা সিরিজ শেষে আলোচনা করবো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়কে অর্জন হিসেবেই দেখে বিসিবি। যা টেস্ট চ্যাম্পিয়নশিপেও প্রথম। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আরও বলেছেন, ‘নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকে হারানো নিশ্চিতভাবে বড় অর্জন। দল যে ট্রমার মধ্য দিয়ে গেছে, বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে ভালো করেনি। ওখানে গিয়ে দলের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। আমি ধন্যবাদ জানাই, যারা মাঠে খেলেছে। এটা ক্রিকেটারদের কৃতিত্ব, টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব।’