- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ এপ্রিল ২০২২ | ৪:০৫ অপরাহ্ণ
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর। এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো।
জানা গেছে, নিহত যুবকের নাম মুরসালিন (২৫)। তিনি নিউ সুপার মার্কেটের একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাতাকান্দি গ্রামের মো. মানিকের ছেলে। তবে, তিনি কামরাঙ্গীরচরে পশ্চিম রসুলপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ ভোর ৪টার দিকে মুরসালিন মারা গেছেন। তবে, ডেথ সার্টিফিকেটে সকাল ৭টার কথা লেখা হয়েছে। মুরসালিন লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আহত দুই শিক্ষার্থী এখনও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বাচ্চু মিয়া।
এর আগে এ সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার নাহিদ (২২) নামের এক যুবক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন রাত ৯টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।