• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    নিজের রিভলবার থেকেই গুলিবিদ্ধ হয়েছেন গোবিন্দ

    নিজের রিভলবার থেকেই গুলিবিদ্ধ হয়েছেন গোবিন্দ

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২৪ | ৪:৩৪ অপরাহ্ণ

    নিজের রিভলবার থেকে নিজেই গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে কলকতার উদ্দেশে রওনা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। নিজের কাছে রাখা লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি নেড়েচেড়ে দেখার সময় হাত থেকে পড়ে যায়। গুলি ছুটে এসে লাগে অভিনেতার পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, অস্ত্রপচারে প্রায় ১০টি সেলাই পড়েছে তাঁর পায়ে।

    অন্যদিকে, এ ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাইয়ের জুহু থানার পুলিশ। তদন্তে নেমে ইতিমধ্যে অভিনেতার কাছ থেকে জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। তবে বয়ানে নাকি তাঁরা অসঙ্গতি খুঁজে পেয়েছেন!

    প্রাথমিকভাবে জানা গিয়েছিল, মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনা ঘটে। এদিন তাঁর কলকাতায় আসার কথা ছিল, রওনা দেওয়ার আগে নিজের কাছে রাখা রিভলবারটি হাত থেকে হঠাৎই পড়ে যায়। গুলি এসে লাগে পায়ে।

    পুলিশের কাছে এই অভিনেতা জানিয়েছেন, রিভলবার পরিষ্কার করার জন্য তিনি হাতে নিয়েছিলেন। সেইসময় তা ‘আনলকড’ ছিল। বন্দুকটি প্রায় ২০ বছরের পুরনো। কিন্তু অভিনেতার এই বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ।

    স্থানীয় গণমাধ্যমকে সূত্র বলছে, অভিনেতার বয়ান ফের রেকর্ড করা হতে পারে। এ ছাড়া অভিনেতার মেয়ে টিনা আহুজাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

    তবে এখন গোবিন্দ কিছুটা সুস্থ আছেন। তাঁর ম্যানেজার শশী সিং গতকাল দুপুরে বলেছিলেন, ‌‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি বের হয়ে আসে। তাঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন তিনি অনেকটাই ভালো আছেন। হাসপাতালেই রয়েছেন।’

    জানা যায়, হাঁটু থেকে ঠিক দুই ইঞ্চি নিচে গুলি লেগেছিল গোবিন্দর। তড়িঘড়ি করে নেওয়া হয়েছিল হাসপাতালে। এখন অবশ্য তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১