- আজ বৃহস্পতিবার
- ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ ডিসেম্বর ২০২৪ | ৫:১৯ অপরাহ্ণ
৫ আগস্টের পর থেকে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। একইসঙ্গে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পর নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে পুলিশকে প্রস্তত করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর-দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, “আমি নিশ্চিতভাবেই বলতে পারি, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শতভাগ সহযোগিতা করার ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”
অনুষ্ঠানের শুরুতে আইজিপি বলেন কোন মৃত্যুই কাম্য নই। ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানে শহীদ সকল পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।
আইজিপি বাহারুল আলম বলেন, “সারাদেশে পুলিশ সদস্যরা অপরাধ নির্মূল কাজ করছে। কিছু সাময়িক অসুবিধা হচ্ছে। তবে সেটা ভালো কাজ করেই পুলিশকে জনগণের কাছে সেই আস্থা অর্জন করতে হবে।”
সারাদেশের বেশ কিছু মিথ্যা মামলা ও হয়রানির বিষয়ে আইজিপি বলেন, “গণঅভ্যুত্থানের পর অনেক মামলা হয়েছে। অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। সেটা নিয়ে অনেকে বাণিজ্য করছে। তবে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা প্রতারিত হবেন না। নিরীহ মানুষদের কোনো ভয় নেই।”
“মামলায় নাম থাকলেই কেউ গ্রেপ্তার হবেন না। পুলিশ কাউকে গণহারে গ্রেপ্তার করছে না। যাচাই-বাছাই করে যুক্তিযুক্ত মনে হলেই গ্রেপ্তারের জন্য যাবে পুলিশ,” যোগ করেন তিনি।
গণঅভ্যুত্থানে অতিবল প্রয়োগ করা পলাতক পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, “পলাতক পুলিশ সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। যারা দেশের ভেতরে আছেন, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। যারা দেশের বাইরে পালিয়ে গেছেন, তাদের আইনি প্রক্রিয়ায় ফিরে আনা হবে।”