• আজ রবিবার
    • ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৫শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি

    নির্বাচনের জন্য অপেক্ষা করছে বিনিয়োগকারীরা : আমীর খসরু

    নির্বাচনের জন্য অপেক্ষা করছে বিনিয়োগকারীরা : আমীর খসরু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মে ২০২৫ | ৫:২৯ অপরাহ্ণ

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে আগ্রহ থাকলেও, তারা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং পুঁজিবাজারে আস্থা ফেরাতে গণতন্ত্রের দ্রুত পুনরুদ্ধার এখন অপরিহার্য। শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

    আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশকে এগিয়ে নিতে বিনিয়োগের বিকল্প নেই, আর এই বিনিয়োগের প্রধান উৎস হবে পুঁজিবাজার। আগামীতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হবে, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    তবে তিনি বর্তমান পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দেশে পুঁজিবাজার এখন ‘ক্যাসিনোতে পরিণত হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট গোষ্ঠী এসে ‘খেলাধুলা’ করে চলে যায়। বিগত ১৫ বছর ধরে এভাবেই চলছে।”

    তিনি এই বাজারকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর জোর দেন।

    সেমিনারে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য পুঁজিবাজারের বর্তমান দুরবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, পুঁজিবাজারের দুরবস্থা ভালো হওয়ার লক্ষণ নেই। এলডিসি গ্র্যাজুয়েশন (স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ) এর জন্য পুঁজিবাজারকে উন্নয়নের হাতিয়ার হিসেবে দাঁড়াতে হবে। এর জন্য ব্যাংক এবং করের সম্পর্কযুক্ত একটি সমন্বিত প্যাকেজ এবং আগামী বাজেটে এর প্রতিফলন থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    ড. ভট্টাচার্য আরও বলেন, “রাজনৈতিক প্রভাবের কারণে ১৯৯৬ এবং ২০১০ সালের কেলেঙ্কারির ঘটনায় শাস্তি হয়নি।” এই কারসাজির ফলে বিনিয়োগকারীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১