- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জুলাই ২০২৫ | ৭:১৫ অপরাহ্ণ
নতুন সরকার ক্ষমতা গ্রহণের প্রায় দশ মাস পেরিয়ে গেলেও নির্বাচনের তারিখ নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, রাজনীতিতে স্বচ্ছতা না থাকায় চারপাশে অনেক গুজব শোনা যাচ্ছে, এমনকি নির্বাচন নাও হতে পারে বলেও আলোচনা চলছে।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচনের তিনটি ভিন্ন তারিখের ইঙ্গিত দিয়েছেন—কখনো ডিসেম্বর থেকে জুন, কখনো এপ্রিল, আবার কখনো ফেব্রুয়ারির কথা বলেছেন। তিনি আরও জানান, ফেব্রুয়ারির কথা বলার এক মাস পার হলেও প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিস্তারিত জানা যায়নি।
রুমিন ফারহানা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি ছাড়া অন্য দলগুলো, আসনভিত্তিক প্রার্থী ঠিক করে ফেললেও এখন নতুন করে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ‘ফ্যাকড়া’ তৈরি করছে।
তিনি বলেন, “এই যে নানান রকম বিষয়—কখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয়, কখনো পিআর পদ্ধতি, কখনো জুলাই সনদ আগে হতে হবে, কখনো সংস্কার শেষ করতে হবে, কখনো বিচার একটা প্রক্রিয়ায় আসতে হবে, তারপরে নির্বাচন।” এমন ‘যদি-কিন্তুর খেলা’ নয় মাসেও শেষ না হওয়ায় দল ও প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি ও কৌশল নির্ধারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।