- আজ শুক্রবার
- ১০ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৫শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৭শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২৩ | ১:০০ অপরাহ্ণ
বর্তমান সরকার নির্বাচনের নামে নির্মম প্রহসনের খেলায় মেতে উঠেছে। আজকে বাংলাদেশের মানুষ জানে আগামী নির্বাচনে কে বিজয়ী হবে? তাহলে নির্বাচনের জন্য এত টাকা খরচ করার কেন দরকার? নির্বাচনের নামে ভোটের প্রহসনে অংশ না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, জাতীয়তাবাদী দল বারবার হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। স্বৈরাচার এরশাদকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া। আজকে মহান মুক্তিযুদ্ধের সেই সুবর্ণ ফসল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজ কোনো গণতন্ত্র নাই।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে মিডিয়ার সাথী, দেশের নাগরিক যারা আছেন, এ দেশের শিক্ষিত, অল্প শিক্ষিত, যারাই আছেন, সর্বস্তরের সব শ্রেণি পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে এ দেশে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করি। আজকের দিনে এটাই আমাদের প্রতিশ্রুতি ও আকাঙ্ক্ষা।