- আজ বৃহস্পতিবার
- ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জুলাই ২০২২ | ৫:৪৬ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দলীয় সরকার ক্ষমতায় রেখে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। এ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত নয়। বরং কীভাবে এ সরকারের পতন ঘটানো যায়-আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল।
‘বিএনপি একটি পতিত দল’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, জেলখানায় কান ধরে যিনি বলেছিলেন জীবনে আর কোনোদিন রাজনীতি করবেন না, আজ তিনি বলেন বিএনপি পতিত দল। বিএনপি যদি পতিত দল হয় তাহলে আমাদের নিয়ে আপনাদের এত ভয় কেন?