• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নির্বাচনে কারচুপি দূর করতে আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি চাই : জিএম কাদের

    নির্বাচনে কারচুপি দূর করতে আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি চাই : জিএম কাদের

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুলাই ২০২২ | ১০:৪৪ পূর্বাহ্ণ

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন অর্থবহ করার জন্য ও নির্বাচনে কারচুপি দূর করার জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপন্থার রাজনীতির প্রতি অধিকাংশ জনগণের সমর্থন থাকায় বিশ্বব্যাপী মধ্যপন্থীরাই রাষ্ট্রের কল্যাণে বেশি ভূমিকা রেখেছে।

    জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর এবি পার্টির ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সৌজন্য বৈঠককালে একথা বলেন তিনি। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এবি পার্টির নেতৃবৃন্দ জিএম কাদেরের দাবির সাথে নীতিগতভাবে একমত প্রকাশ করেন।

    এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় পার্টির কার্যালয়ে পৌঁছালে জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, এবি যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসান, মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন, সহকারী সদস্য সচিব নাসরীন সুলতানা মিলি, যুবনেতা ও তরুণ শিল্পপতি আবু রাইয়ান রোসি।

    জাতীয় পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহির ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

    বৈঠকে রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি গঠনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। রাজনৈতিক পরিস্থিতি ও দেশের গতিধারা বিশ্লেষণ করে মতবিনিময়ে অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

    এএফএম সোলায়মান চৌধুরী জাতীয় পার্টি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের মতের পার্থক্য থাকতে পারে কিন্তু রাষ্ট্রের নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে বৃহত্তর প্রয়োজনে পারস্পরিক সংলাপ এবং মতবিনিময়ের সংস্কৃতি তৈরী করতে হবে।

    উল্লেখ্য, ১ম দফা কর্মসূচি “জাতীয় ঐক্য প্রতিষ্ঠা”র অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে এবি পার্টি ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। ইতিমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল খেলাফত আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্যের নেতৃবৃন্দের সাথে তারা আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছে। আজ তারই অংশ হিসেবে জাতীয় পার্টির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০