• আজ রবিবার
    • ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    নির্বাচনে তারকাদের জয়-পরাজয়

    নির্বাচনে তারকাদের জয়-পরাজয়

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জানুয়ারি ২০২৪ | ২:১৮ অপরাহ্ণ

    আওয়ামী লীগের হয়ে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন বেশ কয়েকজন তারকা। এই তালিকায় আছেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর, গায়িকা মমতাজ বেগম ও চিত্রনায়ক ফেরদৌস। আর ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি অংশ নেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীও মাঠে ছিলেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর হয়ে। আর কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে অংশ নেন নকুল কুমার বিশ্বাস। নির্বাচনে ভোটারদের আগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের চোখ ছিল তারকাপ্রার্থীদের দিকে।

    এর মধ্যে ফল ঘোষণার আগেই অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ডলি সায়ন্তনী। বরিশাল-২ আসন থেকে শিল্পী নকুল কুমার বিশ্বাস নির্বাচনে অংশ নিলেও এই এলাকার জনগণ নির্বাচিত করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া মেনন ১ লাখ ২৪ হাজার ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।

    তারকাদের মধ্যে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ। নীলফামারী-২ থেকে আসাদুজ্জামান নূর পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট। এই আসনে ১ লাখের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন ‘বাকের ভাই’খ্যাত এই অভিনেতা। এ নিয়ে টানা পঞ্চমবার নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন তিনি।

    এদিকে, প্রথমবারের মতো নির্বাচনে পা রেখেই জয় লাভ করলেন চিত্রনায়ক ফেরদৌস। ঢাকা-১০ আসন থেকে এই অভিনেতা নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।

    তবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েও ভোটযুদ্ধে এবার হেরে গেলেন ফোক গানের শিল্পী মমতাজ বেগম। মানিকগঞ্জ-২ আসন থেকে টানা দুইবার নির্বাচিত হলেও এবার ‘হ্যাট্রিক’র সুযোগ হারালেন এই শিল্পী-নেত্রী। এই আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। আর ভোটযুদ্ধের এই লড়াইয়ে মমতাজ পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট।

    অন্যদিকে, প্রচার-প্রচারণায় চমক দেখালেও ভোটযুদ্ধে হেরে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া এই নায়িকা পেয়েছেন মাত্র ৯ হাজার ৯টি ভোট। তার আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। একই আসনে থাকা আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। এমন কি বাতিল হয়েছে মাহির জামানতও।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০