• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    নির্বাচনে বিদেশি পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষককে অনুমোদন দেবে না ইসি

    নির্বাচনে বিদেশি পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষককে অনুমোদন দেবে না ইসি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জুলাই ২০২৫ | ৭:১৪ অপরাহ্ণ

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান।

    সিইসি বলেন, “গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের (অনুমোদন) দেব কেন। যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচন খুব সুন্দর নির্বাচন হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে; গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে তাদের কি আমাদের নেওয়া উচিত? আমরা দেখে শুনেই নেবো।” তিনি আরও যোগ করেন, যারা অভিজ্ঞ, নির্ভরযোগ্য এবং বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, কেবল তাদেরকেই অনুমোদন দেওয়া হবে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি জানতে কানাডার হাইকমিশনার অজিত সিং সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকেই সিইসি জানান, দেশজুড়ে ভোটার সচেতনতামূলক প্রচারণা শুরু করবে ইসি। কানাডা এই সচেতনতা কার্যক্রম, ভোটগ্রহণ কর্মকর্তা ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণে সহায়তা করতে প্রস্তুত বলেও সিইসি উল্লেখ করেন।

    নির্বাচনের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এখনো কোনো তারিখ ঠিক হয়নি এবং তফসিল ঘোষণার দুই মাস আগে তা জানিয়ে দেওয়া হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১