- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২২ | ৩:৫৫ অপরাহ্ণ
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘এই নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা নেই। তারা আওয়ামী লীগের আজ্ঞাবহ কমিশনার। নিয়ম অনুযায়ী দিনের ভোট আগের রাতে দিয়ে দেবে।’
আজ মঙ্গলবার (১ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন শেষে তিনি এ কথা বলেন। শহরের জান্নাহ কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আফরোজা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হরণ হয়েছে, দ্রব্যমূল্য বেড়েছে। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।’
জেলা মহিলা দলের সভাপতি বেগম লুৎফা আনোয়ারের সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা কৃষকদলের সভাপতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ।