• আজ সোমবার
    • ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই সফর ১৪৪৭ হিজরি

    নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন: এনসিপি

    নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন: এনসিপি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ আগস্ট ২০২৫ | ৫:৫২ অপরাহ্ণ

    নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান এবং দলীয় উর্দি পরে একটি দলের হয়ে কাজ করছে। তারা সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে। আমরা তাদেরকে এখনও সংশোধনের সুযোগ দিচ্ছি।’

    আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক এসব কথা বলেন।

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। আর এখন কেউ ভোট দিতে চাইলেও সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে চাইছে নির্বাচন কমিশন। অর্থাৎ, এতদিন ভোট দেওয়ার অধিকার বাধাগ্রস্ত করা হয়েছে। আর এখন ভোট নেওয়ার অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা যতই এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান।’

    এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‌‘যতটুকু এখন পর্যবেক্ষণ করছি, আরো ডে বাই ডে সেটাতে আমরা দেখতে পাচ্ছি- এটার (নির্বাচন) অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার দলীয় পোশাকে আবৃত্ত।’

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তাদের এখনও সুযোগ দিচ্ছি, তাদের সে শুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসুক। ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে, যেন বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট।’

    এর আগে দুপুর সাড়ে ১২টায় সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। এক ঘণ্টার বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

    বৈঠকে দলের নিবন্ধন আবেদনের ছোটোখাটো ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা দেন এনসিপি নেতারা। এসব কাগজপত্র জমা দেওয়ার আজই শেষ দিন।

    এর আগে এনসিপিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। মধ্য জুলাইয়ে ইসির পক্ষে এ চিঠি দেওয়া হয়। এরই অংশ হিসেবে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল ইসিতে আসেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১