- আজ শনিবার
- ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২৫ | ৭:১৭ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাজনৈতিক সংস্কার কার্যক্রম কার্যকর করার ওপর জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ কাজ শুধু পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিলে চলবে না।
শনিবার (২ আগস্ট) এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই দাবি জানান। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম জানান, তাদের ‘জুলাই পদযাত্রা’-এর মূল দাবি ছিল বিচার ব্যবস্থা সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন। তিনি বলেন, “আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং তার ভিত্তিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ বা গণপরিষদ গঠিত হতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ সনদ কার্যকর করতে হবে, এটাই আমাদের জোরালো দাবি।”
তিনি সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও, সনদের কিছু বিষয়ে এখনও ভিন্নমত (নোট অব ডিসেন্ট) থাকার কথা উল্লেখ করেন। তার মতে, সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই সব দল এতে স্বাক্ষর করবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |