- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুন ২০২১ | ১:০৬ অপরাহ্ণ
দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শিগগিরই ফিরছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মালগ্রেভ ক্লাবের কোচ হয়ে ফের যুক্ত হচ্ছেন ক্রিকেটমঞ্চে। ২০১৯ সালের ফেব্রুয়ারির পর শিষ্যদের জন্য ব্যাট হাতে নেবেন জয়সুরিয়া।
তাকে এ সুযোগ করে দিয়েছেন তারই সতীর্থ শ্রীলংকার আরেক সাবেক অলরাউন্ডার তিলকারাত্নে দিলশান।
মালগ্রেভ ক্লাবের প্রেসিডেন্ট মলিন পুল্লেনায়েগামের এক বিবৃতিতে এমনটাই স্পষ্ট হয়েছে।
তিনি বলেছেন, দিলশান আমাদের জন্য পথটা খুলে দিয়েছেন। এটা আমাদের জন্য দারুণ একটা প্রস্তাব ছিল। আমরা শুধু এটা নিয়ে কাজ করেছি এবং একটা চুক্তিতে পৌঁছতে পেরেছি। জয়সুরিয়াকে আমাদের ক্লাবের অংশ করতে পেরে আমরা ধন্য।
উল্লেখ্য, ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন জয়াসুরিরা। ওই সময় বিশেষ একটি অভিযোগে তার ওপর তদন্ত শুরু করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। কিন্তু তিনি তদন্ত কর্মকর্তাদের সাহায্য করতে অনীহা প্রকাশ করেন। ফলে শাস্তি হিসেবে ২০১৮ সালের ১৫ অক্টোবর থেকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন জয়াসুরিয়া।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |