- আজ মঙ্গলবার
- ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মে ২০২৪ | ২:৪৫ অপরাহ্ণ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৪৫ জন। নিষেধাজ্ঞা সত্ত্বেও এই হামলা চালায় দখলদার ইসরায়েল।
এ ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। তাদের সমর্থন করে স্লোভেনিয়া। মঙ্গলবার (২৮ মে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। কূটনীতিকরা জানিয়েছেন, এই বৈঠক রুদ্ধদ্বার হবে।
রাফায় ইসরায়েলের বিমান হামলার পর গাজার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ৪৫ জন মারা গেছেন এবং প্রচুর মানুষ আহত হয়েছেন। যারা রাফায় আশ্রয় নিয়েছিলেন তাদের শিবির আক্রান্ত হয়।
অনেক আরব দেশ এ ঘটনাকে নির্বিচার হত্যা হিসেবে বর্ণনা করে ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক আদেশ মেনে অবিলম্বে রাফায় অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব সম্প্রদায়।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এই আতঙ্কজনক পরিস্থিতির অবসান হতেই হবে।’