- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২১ | ১:০৪ অপরাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেওয়ায় চালক নিহত হয়েছেন। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছেন চালকের সহকারী। আজ রবিবার (১২ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে চালক হেলালকে (৪২) উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হেলপার মোস্তফাকে (৪০) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার এএসআই এমরান উদ্দিন বলেন, ‘রবিবার ভোরে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলে চালক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ফজল কাদেরের ছেলে হেলাল নিহত হন। আহত মোস্তফা একই থানার ছামবল গ্রামের আব্দুর সালামের ছেলে। দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’