- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০২১ | ৪:২২ অপরাহ্ণ
নেইমারের নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। যে দুটি গোলেই অবদান পিএসজি তারকার। একটি গোল করেছেন, এভেরতন রিবেইরোকে দিয়ে আরেকটা গোল করিয়েছেন। আর নেইমারের দিনে বিশ্বকাপ বাছাইপর্বে আটে আট জয় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
দলকে জেতানোর দিনে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। এই ম্যাচে গোল করে নেইমার ছাড়িয়ে গেছেন নিজ দেশের সবাইকে। বিশ্বকাপ বাছাইপর্বে এই নিয়ে ১২তম গোল তাঁর। বাছাইপর্বে এত বেশি গোল আর কোন ব্রাজিলীয় তারকার নেই।
এই জয়ে বাছাই পর্বে টানা আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই ব্রাজিল। লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনা ১৮ পয়েন্ট নিয়ে আছে তাদের পরেই।