• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নেত্রকোনায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

    নেত্রকোনায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুলাই ২০২২ | ৩:০৬ অপরাহ্ণ

    সাম্প্রতিক সময়ে দেশের কয়েক স্থানে শিক্ষক লাঞ্ছনা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

    জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে আজ বুধবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিক কর্মী সমাবেশের ব্যানারে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে নেত্রকোনা জেলা উদীচী শিল্পী গোষ্ঠী।

    মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যেভাবে শিক্ষক লাঞ্ছনা ও সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে সেটি উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সম্পাদক অসিত ঘোষ, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০