• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

    নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৩ | ৮:২৫ অপরাহ্ণ

    নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে আদালতের পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান নোয়াখালীর বিশেষ ট্রাইবু্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

    আসামী কামাল হোসেন বেগমগঞ্জ উপজেলা কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের হাজী বজলুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

    আদালত সূত্রে জানায়, আসামী কামাল হোসেনকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

    প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামাল হোসেন কুতুবপুর ইউনিয়ের চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০