- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ২:৫১ অপরাহ্ণ
বাগেরহাটের মোংলায় পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় নৌকা ডুবে নিখোঁজের ৮ দিন পর জেলে বিধান হালদারের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে পশুর নদীর জয়মনিরঘোল এলাকার চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে দাসেরখন্ড এলাকার বিধান হালদার (৫৫) ও কালিকাবাড়ী এলাকার বিপ্র পোদ্দার (২৩) গত ২৮ জানুয়ারি রাতে সুন্দরবনে মাছ ধরতে যান। ওই রাতেই পশুর নদীর হারবাড়িয়া এলাকার মোংলা বন্দরের বয়ার সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। তখন জেলে বিপ্র সাতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন বিধান।
ঘটনার ৮ দিন পর রবিবার সকালে বিধানের লাশ পশুর নদীর জয়মনিরঘোল এলাকায় চরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।