- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ৬:১৯ অপরাহ্ণ
নড়াইলে অহিদা বেগম টিয়া (৪০) নামের এক নারী মাদক কারবারিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ মামলায় আরও চার আসামিকে খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি যশোরের কোতোয়ালী থানার শংকরপুর গ্রামের শরিফুল ইসলাম খানের স্ত্রী অহিদা বেগম টিয়া আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ মামলার বরাত দিয়ে জানান, ২০১৫ সালে ১৩ অক্টোবর যশোর-নড়াইল সড়কের সিতারামপুরের কবীর খানের মৎস্য খামার সংলগ্ন স্থানে একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো খ-১১-৬২৫৫) চালকসহ চারজনকে আটক করা হয়।
এ সময় অহিদা বেগম টিয়ার পরিহিত সেলোয়ারের সামনে বিশেষ কায়দায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় পাঁচ জনকে আসামি করে মামলা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।