- আজ সোমবার
- ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২:৫১ অপরাহ্ণ
আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ‘মিথ্যা’ মামলায় ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি। এবং তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশ করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আগামী ১৫ সেপ্টম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু ঢাকা পোস্টকে বলেন, সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।