- আজ বৃহস্পতিবার
- ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ মার্চ ২০২৩ | ৮:২৭ অপরাহ্ণ
আহমদিয়া সম্প্রদায়কে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করতে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পঞ্চগড়ে যাচ্ছে।
আগামীকাল বুধবার দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে রওনা করবেন ঢাকা থেকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ, দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর আলম।
শায়রুল বলেন,আগামীকাল বুধবার সকাল ১০ টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর এবং পরে সড়ক পথে প্রতিনিধি দল পঞ্চগড়ে যাবে।
তিনি বলেন, বিএনপির প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করবেন। তারা নিরপেক্ষ ভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করে করবেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে পরিবার।
ঢামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ২০ জন চিকিৎসাধীন। এছাড়া বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১১ জন।