- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মে ২০২৫ | ৫:২৫ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে নিশ্চিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার (২৪ মে) একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না।”
তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদ বর্তমানে কাজ করছে এবং তাদের কার্যক্রমে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তবে, তারা সবাই মিলে এই প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেছেন এবং সেগুলো সমাধান করে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। এই বিষয়টি সামনে আসার পর সব মহল থেকে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হয়।