- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২১ | ৯:৩২ পূর্বাহ্ণ
পদ্মাপাড়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলতি অর্থবছরেই শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
তিনি বলেছেন, ‘মানিকগঞ্জের পদ্মাপাড়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের তালিকায় আছে। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করতে অনেক ধরনের সমীক্ষা চালাতে হয়, সেটি করা হবে। এ জন্য হয়তো ৩-৬ মাস সময় লাগতে পারে। যেহেতু এটি অগ্রাধিকার প্রকল্পের তালিকায় রয়েছে, সেজন্য আমরা চলতি অর্থবছরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরুর চেষ্টা থাকবে।’
শনিবার (১১ সেপ্টেম্বর) স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, ২০১৫ সালে পাকিস্তানকে একদিনের ক্রিকেট সিরিজ হারানোর পর বাংলাদেশ দলকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘পদ্মাপাড়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।’ সেই ঘোষণার পর মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে সম্ভাব্য আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের স্থান নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে ২০১৫ সালে ১২ আগস্ট চীনের প্রকৌশলীদের একটি টিম পাটুরিয়া ঘাট পরিদর্শন করে। এরপর ২০১৮ সালের ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমের নেতৃত্বে আরেকটি টিম পদ্মাপাড়ের এই স্থানটি পরিদর্শন করে।