• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    পদ্মা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ১৬ লাখ

    পদ্মা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ১৬ লাখ

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুলাই ২০২২ | ৩:২৮ অপরাহ্ণ

    পদ্মা সেতুতে যানবাহন চলাচলের অষ্টম দিনে তিন কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। সেতু চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। এ দিন ২৬ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে।

    আজ শনিবার (২ জুলাই) দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, শুক্রবার (১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৪টি যানবাহন পারাপার হয়েছে।

    তিনি আরও জানান, সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) মোট টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। জাজিরা প্রান্তে যানবাহন পার হয়েছে ১২ হাজার ৫৯৭টি এবং এক কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া মাওয়া প্রান্তে যানবাহন পার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে এক কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। এ পর্যন্ত এটাই সর্বোচ্চ টোল আদায়।

    উল্লেখ্য, গত শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টোল দিয়ে সেতু পার হন। রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০