- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ আগস্ট ২০২১ | ১০:২৩ পূর্বাহ্ণ
পদ্মা সেতুর ২ও ৩নং পিলারের মাঝখানের স্প্যানে ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এ ধাক্কা লাগে। এতে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামক ফেরির ফ্লাগ স্ট্যান্ড ভেঙ্গে গেছে।
এর আগে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি।
গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।
৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন।
২০ জুলাই ১৬ নম্বর পিলারে এবং ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন।