- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০২১ | ৪:৪১ অপরাহ্ণ
ঢাকা বোটক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা নয় তবে মারধর, হুমকি ও যৌন নিপীড়নের প্রমাণ পেয়েছে পুলিশ। মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে জমা দেয়া অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা জানায়, পরীমণিকে চক্রান্ত করে সেখানে নিয়ে যাওয়া হয় বোটক্লাবে।
প্রতিবেদনে ছয় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রতীয়মান হয় বলে’ উল্লেখ করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এই অভিযোগপত্র দেন।