- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ আগস্ট ২০২২ | ৫:০৭ অপরাহ্ণ
অনেক দিন হলো পর্দায় নেই চিত্রনায়িকা পরীমণি। অনাগত সন্তানের অপেক্ষায় শুটিং অনেক আগেই বন্ধ করেছেন এই নায়িকা। তবে এরমধ্যে এলো সুখবর।
এই তারকার নতুন ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ পেয়েছে সেন্সর ছাড়পত্র। চলছে মুক্তির প্রস্তুতি। এতে পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।
ছবিটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল।
তিনি বলেন, ‘মঙ্গলবার (৯ আগস্ট) ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন। আশা করছি আজ অথবা আগামীকাল ছাড়পত্র হাতে পাবো। মৌখিকভাবে আমাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিয়াম-পরীমণি ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।
লেখক ও শিক্ষক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে তৈরি এটি। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত, চলতি মাসের ২৮ তারিখ পরী-রাজ দম্পতির ঘরে নতুন অতিথি আসার কথা। চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানালেন পরীমণি।