- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ আগস্ট ২০২১ | ১১:১১ পূর্বাহ্ণ
চিত্রনায়িকা পরীমণি গ্রেপ্তারের পর অনেকটাই নিরব ছিলো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। তবে দেরিতে হলেও মুক্তির দাবিতে সরব হতে শুরু করেছেন অনেকেই। বিভিন্ন ব্যনারে হচ্ছে মানববন্ধন-বিক্ষোভ। দ্রুত মুক্তিরও দাবি জানাচ্ছেন নানা সংগঠনের প্রতিনিধি।
রোববার (২২ আগস্ট) শাহাবাগে পরীমনির ন্যায় বিচারের দাবিতে নাগরিক সমজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। এসময় পরীমণির সাথে রাষ্ট্রের আচরণ নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা।
মাদক মামলায় আবারও জামিন আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি। মহানগর দায়রা জজ আদালতের জামিন আবেদন করেন তার আইনজীবী। এর শুনানি হবে আগামী ১৩ সেপ্টেম্বর।
গত ৪ আগস্ট গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন পরীমণি।