• আজ সোমবার
    • ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পর্তুগালে তীব্র দাবদাহে হাজারের বেশি মৃত্যু

    পর্তুগালে তীব্র দাবদাহে হাজারের বেশি মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুলাই ২০২২ | ৩:৩৬ অপরাহ্ণ

    কয়েকদিন থেকে তীব্র গরমে পুড়ছে ইউরোপ। উষ্ণ আবহাওয়ায় অনেক দেশেই দেখা দিয়েছে দাবানল। বেশি ভুগছে স্পেন, পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানির মতো দেশগুলো। এর মধ্যে পর্তুগালেই দাবদাহে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। খবর রয়টার্সের।

    মঙ্গলবার (১৯ জুলাই) পর্তুগিজ স্বাস্থ্য কর্তৃপক্ষ ডিজিএসের প্রধান গ্রেস ফ্রেইটাস বলেছেন, তীব্র গরমে বিশ্বের যেসব অঞ্চল প্রভাবিত হতে পারে, তার মধ্যে পর্তুগাল অন্যতম। উচ্চ তাপমাত্রার জন্য আমাদের আরও প্রস্তুত হতে হবে।

    খরা কবলিত পর্তুগালে গত সপ্তাহেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। গত কয়েকদিনে তা সামান্য কমতে দেখা গেছে। তবে সেটি এখনো স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছেন ফ্রেইটাস।

    ডিজিএস এর আগে গত ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত দাবদাহ সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ২৩৮ জানিয়েছিল। তবে গত ১৮ জুলাই এর সংখ্যা গিয়ে পৌঁছেছে ১ হাজার ৬৩ জনে।

    উচ্চ তাপমাত্রা, চলমান খরা এবং বন ব্যবস্থাপনার দুর্বলতার জন্য পর্তুগালে বেশ কয়েকটি দাবানল শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্পেনসহ দক্ষিণ ইউরোপীয় অন্য দেশগুলোতেও দাবানলের বিরুদ্ধে লড়ছেন দমকলকর্মীরা।

    লিসবন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্সেসের গবেষক কার্লোস অ্যান্তুনেস এক সাক্ষাৎকারে বলেছেন, পরিসংখ্যান বলছে, দাবদাহে বয়স্করাই বেশি মারা যাচ্ছেন।

    তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এটি প্রত্যাশিত যে, মৃত্যুহারের এই বৃদ্ধি আরও তীব্র হবে এবং সেজন্য আমাদের জনস্বাস্থ্য পর্যায়ে প্রভাব কমানোর ব্যবস্থা নিতে হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১