- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২০ | ৭:০৭ অপরাহ্ণ
নরসিংদী জেলার পলাশে উপজেলায় পৃথক দুটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের কবরস্থান থেকে ৬টি ও একই ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের কবরস্থান থেকে একটি কঙ্কাল চুরি হয়।
এ খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কাজিরচর কবরস্থানে ৭ থেকে ৮টি কবর খনন করে। এর মধ্যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। একই সময় পার্শ্ববর্তী ইসলামপাড়া গ্রামের কবরস্থান থেকেও একটি কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
কাজিরচর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ফজরের নামাজ পড়ার পর কয়েকজন মুসল্লি কবরস্থান জিয়ারত করতে গেলে কয়েকটি কবর খনন করা অবস্থায় দেখতে পান। পরে তারা স্থানীয়দের বিষয়টি জানালে লোকজন সেখানে গিয়ে কঙ্কাল চুরির ঘটনা দেখতে পান। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবের উল হাইকে বিষয়টি জানানো হয়।
চুরি যাওয়া ৭টি কংকালের মধ্যে ৫টির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাজিরচরের জিন্নত আলী, আ. আজিজ, মিলন মিয়া, মোরশেদা ও ইসলামপাড়ার নূর আক্তার নুরী। তারা সবাই ৭-৮ মাস আগে মারা গেছেন। অপর ২টির পরিচয় জানা যায়নি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |