- আজ মঙ্গলবার
- ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৪ | ৫:৪৪ অপরাহ্ণ
পাকিস্তানে রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) সকালে এ ভূ-কম্পন অনুভূত হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, মহমান্দ, শাবকদর, অ্যাটক, মালাকান্দ, সোয়াত, শাংলা, বুনের এবং অ্যাবোটাবাদসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তান আবহাওয়া অধিদফতরের সিসমোলজিক্যাল সেন্টারের মতে, সকাল ৮টায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ২২০ কিলোমিটার।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এই অঞ্চলটি ঘন ঘন ভূমিকম্পের জন্য পরিচিত।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব ও কেপির কিছু অংশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর ঠিক দুমাস পরে আজ আবার ভূমিকম্প হলো।