• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    পাকিস্তানের ওপেনিং জুটির সমাধান ফখর জামান

    পাকিস্তানের ওপেনিং জুটির সমাধান ফখর জামান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ অক্টোবর ২০২৩ | ৭:৫৪ অপরাহ্ণ

    ওপেনিং জুটির জ্বলে উঠতে না পারা এশিয়া কাপে পাকিস্তানের ব্যর্থতার অন্যতম কারণ। ইমাম-উল হক মাঝেমধ্যে ভালো করলেও ফখর জামান ছিলেন পুরোপুরি ফ্লপ। যে কারণে আসরের শেষ দিকে আবদুল্লাহ শফিককে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল।

    বিশ্বকাপে আবারো ফখর-ইমাম জুটিতেই ফিরে যাচ্ছে পাকিস্তান। শুধু তাই নয়, ফখর জামানকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর তকমাও দিয়েছেন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান।

    ফখর জামানের বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে শাদাব বলেন, ‘ফখর জামান বড় আসরের খেলোয়াড়। সে একজন ‘ইমপ্যাক্টফুল’ (প্রভাব বিস্তারকারী) খেলোয়াড়। সে ধারাবাহিক না। তবে ধারাবাহিকতা ও প্রভাব বিস্তার সম্পূর্ণ ভিন্ন জিনিস। এ ধরনের খেলোয়াড় হয়তো ধারাবাহিকভাবে রান করবে না, তবে যেদিন পারফর্ম করবে, সেদিন দল জিতিয়ে আনবে। সম্প্রতি সে তিনটি সেঞ্চুরি করেছে এবং ম্যাচগুলোতে দল জিতেছে। এমন খেলোয়াড় সব দলই চায়। আমাদের উচিত তাঁর সামর্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ না করে তাঁকে মানসিকভাবে স্বস্তিতে রাখা।’

    তাই ধারাবাহিক না হলেও ওপেনিংয়ে ফখর জামানকেই খেলানো হবে বলে জানিয়েছেন শাদাব খান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০