- আজ বৃহস্পতিবার
- ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জুলাই ২০২২ | ৬:০৩ অপরাহ্ণ
পাকিস্তানের কৃষিখাতের উন্নয়নের জন্য ২০ কোটি ডলারের অর্থ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। আজ শনিবার (১৬ জুলাই) বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের সভায় এ অর্থের অনুমোদন দেওয়া হয়। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এই অর্থ দেশটির কৃষিখাতের রূপান্তরে ব্যবহার করা হবে। জলবায়ুর সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির সংযোজনের পাশাপাশি পানি ব্যবহারের দক্ষতাও বাড়ানো হবে। চরম আবহাওয়ার স্থিতিস্থাপকতা তৈরি ও ছোট ছোট কৃষকদের আয় বৃদ্ধি করার ক্ষেত্রে এ অর্থ ব্যয় করা হবে।
পাঞ্জাবের কৃষিখাত পাকিস্তানের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার কেন্দ্রবিন্দু কারণ দেশের মোট খাদ্য উৎপাদনের ৭৩ শতাংশ আসে এই অঞ্চলটি থেকে।
পাকিস্তানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসিন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের কৃষিখাত ফসলের ফলন ও গবাদি পশুর ক্ষতি, সেচের অবকাঠামোর ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে পাঞ্জাবপ্রদেশে মারাত্মক খরার কারণে।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও ঋণ চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান সরকার। ফলে অতিরিক্ত ১২০ কোটি ডলারের পাশাপাশি আরও অর্থ ছাড় পাবে দেশটি। এ চুক্তিকে পাকিস্তানের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের জুনের শেষ পর্যন্ত সুবিধার মেয়াদ বাড়ানোর কথাও বিবেচনা করবে। বোর্ডের অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত ঋণ ছাড় হবে। পর্যায়ক্রমে পাকিস্তানকে মোট সাতশ কোটি ডলারের অর্থ সহায়তা দেওয়া হতে পারে।