• আজ বৃহস্পতিবার
    • ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পাকিস্তানের নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে ইমরান সমর্থিত প্রার্থীরা

    পাকিস্তানের নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে ইমরান সমর্থিত প্রার্থীরা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০৪ অপরাহ্ণ

    পাকিস্তানে ইমরান খানের দল (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র বা নির্দলীয় প্রার্থীরা প্রাথমিক ফলাফলে নওয়াজ শরীফের দলের থেকে সামান্য এগিয়ে রয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে কিছু আসনের ফলাফল জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।

    ইসিপি জানায়, নওয়াজ শরীফের দল পিএমএল (এন) জিতেছে চারটি আসনে। ইমরানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা জিতেছে পাঁচটি আসনে। তিনটি আসনে জিতেছে বিলাওয়াল ভুট্টোর পিপিপি (পি)।

    বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের স্থানীয় সময় সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

    পিটিআই নেতা ওমর আয়ুব খান অভিযোগ করেছেন, নির্বাচন পরবর্তী রিগিং (কারচুপি) হচ্ছে। তিনি রিটার্নিং অফিসারদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন এই ধরনের কোনো রিগিং না করেন।

    রাওয়ালপিণ্ডির পিটিআই সমর্থিত প্রার্থী বশারত রাজা বলেছেন, এখানে ফলাফল নিয়ে কারচুপি করা হয়েছে। তিনি আসলে এই কেন্দ্রে ৫০ হাজার ভোটে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী কোনো ভোটকেন্দ্রেই লিড পাননি।

    সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লাহোরের একটি কেন্দ্র থেকে জিতেছেন।

    ইমরানের পিটিআই এবার দল হিসাবে লড়তে পারেনি। তবে তারা স্বতন্ত্র হিসেবে লড়ছে। প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, পিটিআই সমর্থিত প্রার্থীরা নওয়াজ শরীফ ও ভুট্টোর দলকে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলেছেন।

    ভোট শেষ হওয়ার প্রায় দশ ঘণ্টা পর রাত ৩টা নাগাদ প্রথম চারটি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, ফল প্রকাশেএত দেরি হলো কেন?

    ভোটগণনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, ইন্টারনেট সমস্যার জন্য ভোটগণনার ক্ষেত্রে এত দেরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতেই ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১