• আজ বৃহস্পতিবার
    • ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পাকিস্তানে পিটিআইয়ের মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৪

    পাকিস্তানে পিটিআইয়ের মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৪

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৪ | ৯:৫৭ অপরাহ্ণ

    পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

    এদিকে পিটিআই জানিয়েছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) তাদের জাতীয় পরিষদের প্রার্থী সাদ্দাম তারিনের একটি নির্বাচনী সমাবেশে এ বিস্ফোরণ ঘটে। এতে তাদের তিন কর্মী নিহত ও সাতজন আহত হয়েছেন।

    স্থানীয় হাসপাতালের এক সরকারি কর্মকর্তা জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী বিস্ফোরণ স্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। একটি বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড বিস্ফোরণ স্থল থেকে আলামত সংগ্রহ করছে।

    পিটি আইর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে দলটি বলেছে, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি পিটিআই কর্মীদের পরিবর্তে সন্ত্রাসীদের দমনে সরকারকে আরও মনোযোগী হতে আহ্বান জনাচ্ছি।’

    প্রসঙ্গত, পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। এদিকে সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এ রায় দেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১