- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:০৮ অপরাহ্ণ
পাকিস্তানে বেশ কয়েকটি আসনে চলছে পুনঃনির্বাচন। দেশটিতে এরইমধ্যে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের হাব শহরে ভোট পুনঃগণনার সময়ে এ সহিংসতা ঘটে। বুধবার শহরটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে এ সংঘর্ষ হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, হাব আসনে (পিবি-২১) বেসরকারি ফলাফল অনুসারে ৩০ হাজার ৯১০ ভোট পেয়ে বিএপির প্রার্থী সরদার মোহাম্মদ সালেহ ভুতানি নিজেকে বিজয়ী দাবি করেন। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপিপির প্রার্থী আলী হাসান জেহরি। তিনি এ ফলাফলকে চ্যালেঞ্জ করে পুনরায় ভোট গণনার দাবি করেন। তার অভিযোগের ভিত্তিতে কমিশন পুনরায় ফলাফল গণনার নির্দেশ দেন।
নির্বাচন কমিশনের এ নির্দেশের পর ফলাফল পুনরায় গণনা শুরু হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উভয় দলের সমর্থকরা অবস্থান নেয়। প্রথম ধাপে ৯টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা হয়। তবে অন্যান্য ৩০ কেন্দ্রের ভোট পুনরায় গণনার সময়ে স্বাস্থ্যগত জটিলতার কারণে অফিসারকে হাসপাতালে নেওয়া হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, উভয়পক্ষের সমর্থকরা সিভিক সেন্টারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।