- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২৫ | ১:০৫ অপরাহ্ণ
পাকিস্তানের দারুল উলুম হাক্কানিয়া মাদরাসায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩ জন।
গতকাল শুক্রবার পেশোয়ার শহরের কাছে আকোরা খাট্টাক জেলার মাদরাসাটিতে এই হামলা হয়। নিহতদের মধ্যে মাদরাসার প্রধান হামিদ উল হক হাক্কানিও রয়েছেন।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। জেলা পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক খবরে জানা গেছে, জুমার নামাজ আদায়ের পর লোকজন মাদরাসার প্রধান হামিদ উল হক হাক্কানির সঙ্গে দেখা করতে আসেন। এ সময়ই বোমা হামলাটি হয়েছে।
পুলিশ জানায়, হাক্কানি স্থানীয় একটি ইসলামিক দলের প্রধান। তিনিই হামলাকারীর মূল লক্ষ্যবস্তু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের এই মাদরাসাটির সঙ্গে তালেবানের নাম জড়িয়ে আছে।
অনেক শীর্ষ তালেবান নেতা এই মাদরাসায় পড়ালেখা করেছেন। হামিদ উল হক হাক্কানির বাবা সামি উল হক হাক্কানিও ২০১৮ সালে হামলায় নিহত হয়েছিলেন।
তালেবান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা ওমরকে এই মাদরাসায় পড়ানোয় সামি উল হাক্কানি তালেবানের জনক বলেও পরিচিত ছিলেন।