• আজ মঙ্গলবার
    • ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পাঞ্জাব প্রদেশের মুলতানে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য স্কুল খুললো পাকিস্তান

    | ১১ জুলাই ২০২১ | ১০:১৩ পূর্বাহ্ণ

    তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আলাদা স্কুল খুলেছে পাকিস্তান।

    পাঞ্জাব প্রদেশের মুলতানে রাষ্ট্র পরিচালিত ওই স্কুল বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু করেছে বলে প্রাদেশিক শিক্ষামন্ত্রী মুরাদ রাস জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের স্কুল আরও চালু করা হবে বলেও জানান তিনি।

    পাঞ্জাব প্রদেশের শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে ওই স্কুলটি স্থাপন করা হয়। প্রথমদিনেই স্কুলটিতে ১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

    স্কুলটিতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হবে। স্কুলটির শিক্ষার্থী সংখ্যা পরবর্তীতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

    পাকিস্তানে তৃতীয় লিঙ্গের মানুষরা অর্থ উপার্জনের জন্য ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে নাচ-গান এমনকি যৌনকর্মী হিসেবেও কাজ করতে বাধ্য হতেন। তবে ২০১৯ সালে দেশটির উচ্চ আদালত তৃতীয় লিঙ্গের মানুষকে স্বীকৃতি দেওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলে যায়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১