• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    পাটনায় মোদির জনসভাস্থলে বিস্ফোরণ মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

    | ০২ নভেম্বর ২০২১ | ১১:৩২ পূর্বাহ্ণ

    ২০১৩ সালে পাটনায় নরেন্দ্র মোদির জনসভাস্থলে বিস্ফোরণের ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। পাটনার গান্ধী ময়দানে ওই বিস্ফোরণে ছয় জন নিহত এবং আরও ৮৯ জন আহত হয়। এই মামলায় আরও পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদের দুই জনকে যাবজ্জীবন, দুই জনকে দশ বছর করে এবং এক জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত।

    ২০১৩ সালের ২৭ অক্টোবর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে বিস্ফোরণ ঘটে। সেদিন ওই ময়দানে হুঙ্কার র‍্যালি আয়োজন করে বিজেপি। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ২০১৪ সালের নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি সেখানে ভাষণ দেন। তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগে সেখানে বিস্ফোরণ ঘটে। এছাড়া সেদিন পাটনা রেল স্টেশনেও বিস্ফোরণ হয়।

    পরে তদন্তে জানা যায় নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (এসআইএমআই) এবং ইন্ডিয়ান মুজাহিদিন ওই বিস্ফোরণ ঘটায়।

    গত সপ্তাহে ওই বিস্ফোরণে অভিযুক্ত দশ জনের মধ্যে নয় জনকে দোষী সাব্যস্ত করে এনআইএ’র বিশেষ আদালত। প্রমাণের অভাবে খালাস পায় আরেক অভিযুক্ত।

    এনআইএ’র আইনজীবী এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর লালন প্রসাদ সিং জানিয়েছেন তারা ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তাদের একজন শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে পাঠানো হয়। অন্যদের বিচার শুরু হয় বিশেষ আদালতে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০