• আজ রবিবার
    • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই জিলকদ ১৪৪৬ হিজরি

    পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জাপা মহাসচিব

    পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জাপা মহাসচিব

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৩ | ৮:৩২ অপরাহ্ণ

    মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে প্রায় ৪০ মিনিটের বৈঠক শেষে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি লিখিত চিঠি নিয়ে জাপা কার্যালয়ে এসেছিলেন পিটার হাস।’

    ‘মূলত চিঠিটি জাপা চেয়ারম্যানকে হস্তান্তর করার জন্য তিনি এসেছিলেন। একই চিঠি বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে।’

    সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে মুজিবুল হক চুন্নু বলেন, ‘চিঠির বাইরেও সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সেগুলো আনঅফিসিয়াল কথা।’

    চিঠির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ছাড়াও জাপা চেয়ারম্যান, কো-চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। মূলত চিঠি হস্তান্তর করতেই এসেছিলেন তিনি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

    নির্বাচন নিয়ে মার্কিন পর্যবেক্ষণ সম্পর্কে জাপা মহাসচিব বলেন, ‘উনাদের বক্তব্য কী আমরা জানি না। অনেক কথা হয়েছে, আন-অফিশিয়াল কথা, মতবিনিময় হয়েছে। সৌজন্যমূলক কথা হয়েছে। চিঠি নিয়েই আলাপ হয়েছে। চিঠিটা চেয়ারম্যান পড়লেন, আমরা শোনলাম। এর মধ্যে কয়েক লাইনে লেখা আছে বাংলাদেশে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় তারা।

    এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। সুষ্ঠু নির্বাচন আমাদের দাবি, জনগণের দাবি। সেটি করবে নির্বাচন কমিশন এবং সহযোগিতা করবে সরকার। সরকারের কাছে আমাদের চেয়ারম্যান বারবার বলছেন, যে নির্বাচনে সবাই যাবে, সেই নির্বাচনে জাতীয় পার্টিও যাওয়ার চিন্তা করবে। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে, নির্বাচনে যাব কী যাব না কোনোটাই বলিনি। আমরা এখনো অপেক্ষা করছি, সরকার একটা পরিবেশ সৃষ্টি করবে। মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমাদের কেন্দ্রীয় কমিটির সভা মঙ্গলবার। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১