• আজ শুক্রবার
    • ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পিরোজপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২১ | ৪:২৬ অপরাহ্ণ

    পিরোজপুরের নেছারাবাদে দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মাইসা আক্তার (৯) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

    আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে নেছারাবাদ আটঘর কুড়িয়ানা সড়কে একটি বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসাইন এতথ্য নিশ্চিত করেছেন।

    নিহত মাইসা আক্তার স্বরূপকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির মিজান ফকিরের মেয়ে। সে আকলম মুসলিম প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় অটোরিকশার চাপে পিষ্ট হয় মাইসা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসাইন জানান, ঘটনার পর থেকে অটোরিকশার চালক ইয়াছিন (২৪) পলাতক। গাড়ি এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১