• আজ বৃহস্পতিবার
    • ৪ঠা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    পিয়াসাকে পাঠানো হলো কারাগারে

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২১ | ৭:৪৬ অপরাহ্ণ

    মডেল ফারিয়া মাহবুব পিয়াসার রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে গুলশান ও ভাটারা থানায় দায়ের করা মাদক মামলায় এই রিমান্ড নামঞ্জুর করা হয়েছে।

    বুধবার (১১ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পৃথকভাবে ভাটারা থানার মাদক মামলায় ৫ দিন ও গুলশান থানার মাদক মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আদালত কোনো রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    পিয়াসাকে এ দিন তিন দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা এ সময় রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল গত ১ আগস্ট রাতে বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালায়। তার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা, ৯ বোতল বিদেশি মদ ও শিসা তৈরির কাঁচামালসহ তাকে আটক করে ডিবি পুলিশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০