- আজ রবিবার
- ১৬ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৩০শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৭শে রমজান ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মার্চ ২০২৫ | ২:৩২ অপরাহ্ণ
পুতিনের সঙ্গে জমি ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে মঙ্গলবার কথা বলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রেসিডেন্ট বিমান এয়ার ফোর্স ওয়ানে চড়ে ট্রাম্প সাংবাদিকদের কাছে ঘোষণা করেন, তিনি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন।
তিনি বলেন, সপ্তাহান্তে “অনেক কাজ” করা হয়েছে এবং মঙ্গলবার তাদের “ঘোষণা করার মতো কিছু” আছে কিনা তা তারা দেখবেন। মার্কিন ও ইউক্রেনের প্রতিনিধিরা সৌদি আরবে মিলিত হওয়ার এক সপ্তাহ পরে এই ঘোষণা দিলেন ট্রাম্প।
পুতিনের সাথে আলোচনার বিষয়ে, ট্রাম্প বলেছেন, “আমি মনে করি আমরা ভূমি নিয়ে কথা বলব। এটি যুদ্ধের আগের তুলনায় অনেক আলাদা। আমরা বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কথা বলব, এটি একটি বড় বিষয়। কিন্তু আমরা ইতোমধ্যে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষের সঙ্গে অনেক আলোচনা করেছি। আমরা এই সম্পর্কে কথা বলছি।”
ট্রাম্প আরও বলেন, “আমরা দেখতে চাই যে আমরা সেই যুদ্ধের অবসান ঘটাতে পারি কিনা। হয়তো আমরা পারব, হয়তো পারব না, কিন্তু আমি মনে করি আমাদের খুব ভালো সুযোগ আছে।”
এর আগে রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলবেন। পরে ট্রাম্প নিজেই কথা বলার দিন ঘোষণা করলেন।
সূত্র : বিবিসি