- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ নভেম্বর ২০২১ | ৯:১২ অপরাহ্ণ
পুরুষের প্রতি ঘটে যাওয়া আইনি ও সামাজিক বৈষম্যের তুলে ধরার পাশাপাশি পুরুষের অধিকার রক্ষায় আইন দাবি করেছেন এইড ফর মেন ফাউন্ডেশনের নেতারা।
বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে এইড ফর মেন ফাউন্ডেশনের আয়োজনে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক মানববন্ধন ও আলোচনা সভায় এ দাবি করেন। সংগঠনের নেতা কর্মীরা দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকার বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। শোভাযাত্রা পর আলোচনা অনুষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড.আব্দুর রাজ্জাক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহাম্মদ, এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট কাওসার হোসেন, নারী আইন উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট ইশরাত হাসান এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতি বছর সারা বিশ্বে, ১৯ নভেম্বর ”বিশ্ব পুরুষ দিবস” পালিত হয়। যে ইতিবাচক ভুমিকা পুরুষ রেখে চলেছে নিজ নিজ পরিবারে, সমাজে তথা সারা বিশ্বে, এ দিবস তারই স্বীকৃতি স্বরুপ। যেসব মহাপুরুষ যুগে যুগে এই মানবসভ্যতা বিনির্মাণে আত্মত্যাগ করে গেছেন, এই দিবস তাদেরকে স্বরণ করে। এই দিবস পুরুষ এর কল্যাণার্থে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।
এইড ফর মেন ফাউন্ডেশন এর আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মো. কাওসার হোসেন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে প্রচলিত কয়েকটি আইনে মিথ্যা অভিযোগে মামলা করে পুরুষকে হয়রাণি করার সুযোগ আছে এবং সে সুযোগকে কাজে লাগিয়ে অনেক নির্দোষ পুরুষকে নানাভাবে হয়রাণির শিকার হতে হয়; যা কোনভাবেই কাম্য নয়। পাশাপাশি বিদ্যমান আইনী পরিকাঠামোতে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য রয়েছে; যদিও আইনগুলো পাশ করার সময় বিভিন্ন বিষয় বিবেচনা করে তা হয়তো যৌক্তিক ছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে স্পষ্টত বৈষম্য সৃষ্টি করে; বিধায় সেগুলো সংশোধন দরকার। রাষ্ট্রের সর্বস্তরে নারী বা পুরুষে কোন ভেদাভেদ নয়, সকলেরই পরিচয়- মানুষ। এই বিবেচনায় সবার প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে হবে। ”
এইড ফর মেন ফাউন্ডেশন ঢাকা জেলার যুগ্ম আহ্বায়ক এম রহমান বলেন- “পদ্মা সেতু, মেট্রোরেলের নির্মাণ কাজ হচ্ছে। সেখানে কয়জন নারী শ্রমিক কাজ করছে? আমরাও সমান অধিকার চাই। নির্মাণ কাজে সমান নারী ও পুরুষ শ্রমিক কাজ করুক। কিন্তু সবাই মুখে বলে সমান অধিকার। আর কাজে নারীরা চাই অগ্রাধিকারে। সমাজে সমান অধিকারের নামে গোলামির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ম্যানহোলেও নারীরা কাজ করুক। সকল ক্ষেত্রে তাহলে পুরুষদের সমান অংশগ্রহণ হোক নারীদের।”
ঢাকা জেলা আহবাৃয়ক হাদিউজ্জামান পলক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালিদ মাহমুদ তন্ময়, ঢাকা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন, যুগ্ম আহবায়ক এম রহমান সহ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।