- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ মে ২০২১ | ১:০১ অপরাহ্ণ
জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় পাঁচ সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ছয়জন আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে শেরপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাঝপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বকশীগঞ্জ থানার এএসআই মাহফুজ, ফারুক, সুমন, মান্নান, আসাদ ও অটোরিকশাচালক আলম মিয়া।
জানা যায়, গভীর রাতে পুলিশের একটি টহল দল অটোরিকশায় করে পৌর শহরের মাঝপাড়া এলাকার সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। গুরুতর আহত হন বকশীগঞ্জ থানার পাঁচ এএসআই ও অটোরিকশাচালক।
এ ঘটনায় ট্রাকচালক সাদিকুল ইসলাম ও তার সহকারী ইমরান মিয়াকে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, গুরুতর আহত পাঁচ পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।