- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৪ | ১০:৪৬ পূর্বাহ্ণ
জনসাধারণ কেমন পুলিশ চায়, সে বিষয়ে ১৫ নভেম্বরের মধ্যে মতামত দেওয়ার জন্য পুলিশ সংস্কার কমিশন (পিআরসি) অনুরোধ জানিয়েছে। সরকার এ বাহিনীটিকে জনস্বার্থ ও সেবামুখী হিসেবে পুনর্গঠন করার প্রক্রিয়া শুরু করেছে।
১৫ নভেম্বরের মধ্যে গুগল ফরমে এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েব সাইটে (www.prc.mhapsd.gov.bd) প্রবেশ করে ‘আমরা কেমন পুলিশ চাই’ বিষয়ে একটি প্রশ্নমালা পূরণ করে জনসাধারণকে তাদের মূল্যবান মতামত প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, মতামত গোপন রাখা হবে এবং এটি শুধুমাত্র পুলিশ সংস্কারের উদ্দেশে ব্যবহার করা হবে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে কিছু পুলিশ সদস্যের সাম্প্রতিক সহিংস ভূমিকা দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত হওয়ায় পুলিশের সংস্কার এখন সময়ের দাবি।